+8802 9881265 ext.5755
পরামর্শের জন্য কল করুন
banglanews24.com/economics-business/news/
ঢাকা:
বিদেশ থেকে ফিরে আসা বাংলাদেশি শ্রমিকদের আর্থ-সামাজিকভাবে পুনর্বাসনের জন্য ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এক চুক্তি সই করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।সম্প্রতি ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিতি উইন্থার এবং ব্র্যাকের পক্ষে সংস্থাটির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ চুক্তিতে সই করেন।
এ চুক্তির আওতায় গৃহীত প্রকল্প আগামী দুই বছর কয়েকটি বিষয়ে কাজ করবে। এগুলো হচ্ছে-বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখা এবং অনিয়মিত অভিবাসন রোধ করা, ফেরত আসা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে তাদের উপার্জন ও সক্ষমতাকে কাজে লাগানো এবং তাদের প্রাতিষ্ঠানিক সহায়তার ব্যাপারে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি করা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ওএইচ/