+8802 9881265 ext.5755
পরামর্শের জন্য কল করুন
ভূমিকা
বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাক বর্তমানে এশিয়া ও আফ্রিকা মহাদেশের এগারোটি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বস্তুত ব্র্যাক অনুঘটক হিসেবে কাজ করছে, মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করে দিচ্ছে, তাদের সব ধরনের দক্ষতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জীবনমান বদলে দিচ্ছে।
২০০৬ সাল থেকে ব্র্যাক নিরাপদ অভিবাসনের জন্য সচেতনতামূলক প্রচার অভিযান, বিদেশ গমনের পূর্বপ্রস্তুতিতে সহায়তা, নেটওয়ার্কিং এবং অ্যাডভোকেসি সেবা প্রদান করছে। গত দশ বছরে নিরাপদ অভিবাসনের জন্য কাজ করতে গিয়ে ব্র্যাকের যে অভিজ্ঞতা হয়েছে তাতে বলা যায়, অভিবাসীদের জীবনে উন্নতির জন্য কেবল নিরাপদ অভিবাসন-উদ্যোগই যথেষ্ট নয়, বরং এজন্য প্রয়োজন সর্বাত্মক সেবামূলক দৃষ্টিভঙ্গি। অভিবাসীদের ওপর শোষণ ও ঝুঁকির মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে, প্রতি বছর বিদেশগামীদের দলভুক্ত হচ্ছে বিপুলসংখ্যক অদক্ষ তরুণ, সেইসঙ্গে রয়েছে অনিয়মিত অভিবাসন, মধ্যস্থতাকারীদের অতিরিক্ত ফি আদায় এবং সার্কুলার মাইগ্রেশন অর্থাৎ বিদেশে যাওয়া ও দেশে ফিরে আসার চক্রাকার পুনরাবৃত্তি। প্রযুক্তিগত দক্ষতা ও কাজের ক্ষেত্র না থাকায় বাংলাদেশে বেকারত্বের সমস্যা তীব্র। এটা আরও বেশিসংখ্যক মানুষকে নিয়মিত বা অনিয়মিত যেভাবেই হোক না কেন, বিদেশে গিয়ে জীবিকা অর্জনে প্রলুব্ধ করে। একই সঙ্গে, অভিবাসন উদ্যোগের সফলতা ও সার্কুলার মাইগ্রেশন প্রতিরোধে সম্মিলিত প্রয়াসের প্রয়োজন রয়েছে। অভিবাসীদের জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করতে মাইগ্রেশন কর্মসূচি ২০১৭ সালে ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেড (বিপিএল) প্রতিষ্ঠা করে। টেকসই জীবিকার জন্য নিরাপদ, দক্ষ, সাশ্রয়ী ও মানসম্মত অভিবাসন নিশ্চিত করাই এর লক্ষ্য।
ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেড (লাইসেন্স নম্বর: আরএল-১১৯৯, সার্টিফিকেট ইনকর্পোরেশন নম্বর: সি-১১০৮৩৬/১৩) বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত সরকার অনুমোদিত মানবসম্পদ নিয়োগ সংস্থাগুলোর অন্যতম নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। বিপিএল বাংলাদেশের পেশাদার, দক্ষ, স্বল্প দক্ষ এবং অদক্ষ কর্মীদের বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয়।
অভিবাসীদের প্রযুক্তিগত দক্ষতা ও যাত্রা শুরুর প্রক্রিয়া থেকে আরম্ভ করে তাদের দেশে ফিরে আসা ও পুনরায় সমাজে অন্তুর্ভুিক্তকরণ ও সংহত অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নিয়োগকর্তা ও অভিবাসীদের সবধরনের সহায়তা করে থাকি। আমরা আমাদের সেবাগ্রহীতাদের জন্য অভিবাসনসেবা ও প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি। বর্তমানে তিনটি জেলায় বিপিএল কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্রমশ বাংলাদেশের ৬৪টি জেলায় এই কার্যক্রমের বিস্তার ঘটানো হবে।
রূপকল্প
আমাদের লক্ষ্য হচ্ছে, সবচেয়ে প্রশংসিত ও সুসংহত নিয়োগ সংস্থা হিসেবে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় অভিবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, মানবসম্পদ দেশের সবচেয়ে সেরা সম্পদ এবং তাদের পূর্ণ বিকাশে সহায়ক হতে পেরে আমরা গর্বিত।
লক্ষ্য
মূল্যবোধ
শ্রেষ্ঠত্ব: আমরা সেবার অঙ্গীকার করি, সর্বোচ্চ গুণমান বজায় রেখে তা সরবরাহ করি। যে কাজ আমরা করতে পারব না তার জন্য প্রতিশ্রুতি দিই না। সম্ভব হলে আমরা প্রতিশ্রুতির অতিরিক্ত সেবা প্রদান করি।
সততা: সততা এবং দৃঢ় নৈতিক মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরে আমরা পরিপূর্ণ নিষ্ঠা প্রদর্শন করি। সত্যের ব্যাপারে আমাদের কোনো আপোস নেই।
সংবেদনশীলতা: নতুন নিয়োগদানের ক্ষেত্রে আমরা সংবেদনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করি। আমাদের গ্রাহক ও প্রার্থীদের চাহিদা সম্পর্কে সম্যক ধারণালাভের ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ।
শ্রদ্ধাশীলতা: আমরা গ্রাহক, প্রার্থীসহ সকলেই একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সংবেদশীল আচরণ বজায় রাখি।
স্বচ্ছতা: আমরা আমাদের সকল কাজে সর্বদা স্বচ্ছ ও স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করি। ব্যবসায়িক কাজে ধারণা, মতামত ও দৃষ্টিভঙ্গির বিনিময়কে আমরা উৎসাহিত করি।
জবাবদিহি: আমরা কাজের প্রতি দায়িত্বশীল। ব্যবসায়িক কাজে সহায়তার জন্য আমরা অভিজ্ঞতা ও বিচারবুদ্ধিকে গুরুত্ব দিই।
জনগোষ্ঠী: আমরা একে অপরকে সহযোগিতা করি, ব্যক্তিগত ও পেশাগতভাবে পরস্পরকে সমর্থন জোগাই। আমরা আস্থাশীল। আমরা আমাদের দাতব্য কার্যক্রমের মাধ্যমে বাইরের জনগোষ্ঠী এবং পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখি।