+8802 9881265 ext.5755
পরামর্শের জন্য কল করুন
বিমানের টিকেট কেনার জন্য বেশীরভাগ লোককেই ঢাকায় যেতে হয়। অনেক দূর্ভোগ পোহাতে হয়। না জানার কারণে তারা অনেক সময় বেশী দামে টিকেট কিনে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য এমএসইপি নির্দিষ্ট এলাকায় নিকটস্থ এলটিসিতে ও এমএসসিতে টিকেট বুকিং, টিকেট কেনা, তারিখ পরিবর্তনের ব্যবস্থা রয়েছে। সার্ভিস চার্জের বিনিময়ে ব্র্যাকের সাথে চুক্তিকৃত ট্রাভেল এজেন্সির সাথে ফোন ও ইমেইলে যোগাযোগের মাধ্যমে টিকেট বুকিং, কেনা ও তারিখ পরিবর্তন করা যাবে।