+8802 9881265 ext.5755

পরামর্শের জন্য কল করুন

বিদেশ যাওয়ার জন্য পরামর্শ

এর সাথে পাচ্ছেন পাসপোর্ট সেবা ফ্রি

Price: BDT 600 টাকা


যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যান তাদের বিরাট একটা অংশ লাভ-ক্ষতি বিশ্লেষণ না করে অপরিকল্পিতভাবে যাচ্ছেন। অভিবাসনের সার্বিক পরিস্থিতি ও লাভ-ক্ষতি হিসেব করে অভিবাসন করলে তা ব্যক্তি, পরিবার এবং সর্বোপরি দেশের জন্য লাভজনক হতে পারে - এ বিষয়েই প্রি-ডিসিশান ওরিয়েন্টেশান- এ আলাপ করা হয়।  আরো জানা যাবে, কাজের সুযোগ, বিদেশ যাওয়ার সার্বিক কায়দা কানুন, বিদেশে গিয়ে অধিক আয়ের সুযোগ, পেশাগত দ¶তা বৃদ্ধির সম্ভাবনা, অভিবাসী হয়ে জীবনযাপনের মানউন্নয়ন করা, কর্মস্থল এবং আবাসস্থল, প্রবাসে কাজের পরিবেশ, সঞ্চয় এবং দেশে ফিরে বিনিয়োগ ইত্যাদি।